এক। অকাল বোধন
অকাল বোধন করে
রাম গিয়েছে মরে
কাল গিয়েছে ঢের
টানছি সেটার জের !
দুই। অক্কা পাওয়া
নাম না জানা মেয়ে
গেছে অক্কা পেয়ে
করবে কে তার শোক
নাই যে কোন লোক !
তিন। অন্ধকারে ঢিল মারা
অন্ধকারে ঢিল
ঘায়েল হলো চিল
চিল কী কানিবক ?
ঠক্ খেয়েছে, ঠক্ !
চার। অন্ধকারে থাকা
অন্ধকারে থাকায়
টের পেলো না কাকায়
দাও মেরেছি আমি
জিনিসখানা দামী।
পাঁচ। অর্ধচন্দ্র দেওয়া
অর্ধচন্দ্র দিয়ে
জিনিস কেড়ে নিয়ে
বের করেছি তাকে
মান কী করে থাকে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।