আমাদের কথা খুঁজে নিন

   

শুভ পহেলা ফাল্গুন

চারিদিকে এতো হলুদ...ছেলেমেয়ে, নারী-পুরুষ সবাই আজ অনেক রঙীন। খুব মনে পড়ছে ২০১১ সালের বইমেলার পহেলা ফাল্গুনের কথা। সেবার মেলাতে আমার একটা স্টল ছিল, নাম পরবাসী। আজকের এই দিনের বিকেল বেলায় হুমায়ুন আহমেদ মেলায় অন্যপ্রকাশে এসেছিলেন । তাকে যেতে হয়েছে আমার স্টলের পাশ দিয়ে। তার সাথে ও তাকে ঘিরে ছিল অসংখ্য হিমু এবং হলুদ, লাল, গেঢ়ুয়া বর্ণের রমনীরা। স্যার বেশিক্ষণ ছিলেন না; চলে গিয়ছিলেন কিছু পরেই। এতো কোথা বলার কারন হল হলুদ কিছু দেখলেই হুমায়ুন আহমেদের কোথা মনে পড়ে যায় যদিও এটি বসন্তেরই রং........সত্যি বলতে খুভ ভাল লাগে যখন দেখি সবার ভিতর নিজেকে রাঙিয়ে তোলার প্রবল উদ্যম। কালের আবর্তে শীতের শুকনো পাতাও ঝরে পড়েছে, পরপারে চলে গেছেন স্যার.... আর নিউজরুমে বসে নস্টালজিক হয়ে চলেছি এই আমি ..শুভ পহেলা ফাল্গুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।