ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন।
এই বেটা ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটিতে পড়ায়। পড়ানোর আগে তারে কেউ চিনতো না, পড়ানোর জন্যও চেনে না। সম্প্রতি সে নাজিল হয়েছে এক টিভির উপর।
সে নাকি জয়ের বন্ধু। জয় মানে নতুন তারেক জিয়া। আরেক রাজপুত্তুর। যদিও তারেক জিয়ার মতো দেশে থেকে সে অপকর্ম করে না কিন্তু একই স্টাইলে তার বন্ধুরা দেশে ক্ষমতা প্রদর্শন করছে। এই আরাফাত তার একজন।
জয়ের নাম করে নানা জায়গায় থান্ধা করে বেড়াজ্ছে। চাদাবাজি করছেন।
তিনি কেমন মেধাবী জানি না, কেন টক শোতে স্থান পান তাও বুঝিনা। তবে তার একটা মাল আছে। মালের বষয় একটু বেড়ে গেলেও সার্ভিস ভালো।
সে মাল অনেক কারণে বিখ্যাত। আগে নাটক করতেন এখন তা করেন না, ব্যবসা নিয়ে ব্যস্ত। এড ফিলিম বানান। দেশের একজন শহীদ বুদ্ধিজীবীর মেয়ে হয়ে দেশে কোনও পোলা উনি পাননি পানি গ্রহনের জন্য। বিয়ে করেছিলেন কলকাতার বিবাহিত রিংকুকে।
পরে আর কি, সবাই জানে মালের মাল নিয়ে হিন্দু পণ্ডিত উড়াল। অনেক দিন পরে আরাফাত তাকে বা সে আরাফাতকে খুঁজে ধান্ধা ভালই চালাচ্ছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।