আমাদের কথা খুঁজে নিন

   

দা হিরু ফ্রম দা আদার ওয়ার্ল্ড

maanush84@yahoo.co.uk
একশনরত টার্কিশ র‌্যাম্বোঃ হাতে বাজুকার মতো যেইটা আছে সেইটার গুল্লি কই থিকা আমদানি হইতেছে মাথায় ঢুকলো না। তবে একশন ভাল্লাগছে। থ্রীল এন্ড কমেডির এমন আজব মিশ্রন আসল র‌্যম্বোতে নাই টার্কিশ ব্যাটম্যানঃ এই সিনেমাতে ব্যাটম্যানের চির শত্রু জোকারের অনুপস্থীতি ব্যাটম্যান নিজেই জোকারীর মাধ্যমে পুরন করেছেন। টার্কিশ সুপারম্যানঃ চিরায়ত সুপারম্যানের মতো ইনিও প্রায় ইনভিন্সিবল, উড়তে পারেন, ব্যাপক শ্রবনশক্তি, অগ্নিদৃষ্টিতে সব পোড়াতে পারেন, দুর্বলের রক্ষাকারী, অত্যাচারীর যম এবং প্যান্টের উপর জাঙ্গিয়া পরেন তারপরেও কেন জানি হাসি আসে টার্কিশ মিঃ আমেরিকাঃ কছু কবার নাই ইটালিয়ান স্পাইডারম্যানঃ স্পাইডার ওয়েবের কি দরকার যদি হাতে থাকে বন্দুক ইন্ডিয়ান সুপার ম্যান এন্ড স্পাইডার লেডিঃ চিরায়ত সুপারম্যানের মতো ইনিও প্রায় ইনভিন্সিবল, উড়তে পারেন, ব্যাপক শ্রবনশক্তি, অগ্নিদৃষ্টিতে সব পোড়াতে পারেন, দুর্বলের রক্ষাকারী, অত্যাচারীর যম এবং প্যান্টের উপর জাঙ্গিয়া পরেন। পাশাপাশি গান এবং নাচও করে থাকেন। লেডিও মাশাল্লাহ। আপাতত এই থাক। বেশি দেখে লাভ নাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।