আমাদের কথা খুঁজে নিন

   

আমি পথে ঘুরি বাংলার

আমি ভূবন

আমি পথে ঘুরি বাংলার নগরে গ্রামে সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম দেখি দেখি দুঃখ দৈন্য আশা হতাশা হাহাকার দেখি শোষকের কাছে শোষনের চিত্র এক মুঠো ভাত চাই- অন্তত একটা ক্ষুধার্তকে বাঁচাই একখন্ড বস্ত্র চাই- ঢেকে দেই কিঞ্চিৎ লজ্জা। আমি পথে ঘুরি বাংলার নগরে গ্রামে ঠিকানাহীন মানুষের আহাজারি শুনি ঘর হারিয়ে যারা হয়েছে যাযাবর একটু কলাপাতার নড়বরে আশ্রয় চাই- ফিরিয়ে দেই তবু বাসস্থান। আমি পথে ঘুরি বাংলার নগরে গ্রামে শিউরে উঠি দেখে, ডুবে আছে যারা আলোর নিচে কুসংস্কার আর ভয়াবহ অজ্ঞতায় বর্ণ মালার পাঠ চাই- শিক্ষায় শিক্ষিত হোক তাদের মানসিকতা। আমি পথে ঘুরি বাংলার নগরে গ্রামে হালটে বাতরে অসহায় ভগ্নদশা কৃষক শ্রমিক মজুরের আত্নচিৎকারে লড়াই শুনি বেঁচে থাকা মরনের সামান্য সেবা চাই- ফিরিয়ে দেই অসামান্য জীবন মরার আগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।