আমাদের কথা খুঁজে নিন

   

...এবং বিহোকে জন্মদিনের শুভেচ্ছা



[প্রতি জন্মদিনে বিহোর মনটা খুব খারাপ থাকে- বয়স আরও কমে গেলো কিংবা কেন জন্ম হলো, সম্ভবত তাই ভেবে ভেবে... ] প্রথম যখন ওর সাথে আমার পরিচয় হয়, খুব একটা পাত্তা দেয়নি। পরে জেনেছিলাম অবশ্য কারণটা। ওটা ওর স্বভাব। কারও সাথে খুব সহজে মানিয়ে উঠতে পারে না। যার সাথে একবার মানিয়ে উঠতে পারে তার জীবন জ্বালাপালা।

বারবার ঘুরে ফিরে তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এ যেনো গ্রহ-উপগ্রহ। তাকে ভালো লাগতো, এখনো বোধহয় লাগে- তাইতো মনে হয়। দেখতে দেখতে আজ কতগুলো বছর পার হয়ে গেলো। প্রায় পাঁচ।

এমনি করে হয়তো আরও বছর চলে যাবে। আরও আরও... শুভ জন্মদিন বিহো, ভালো থেকো অনন্ত সময়... এবং সবসময়। বি: দ্র: ধন্যবাদ ইশতিয়াক ভাই, আপনার পোস্টের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।