২: সম্পদ পাহারা দিয়ে রাখতে হয়। পক্ষান্তরে জ্ঞানকে পাহারা দিতে হয়না। বরং জ্ঞানই মানুষকে পাহারা দেয়। তাই জ্ঞানই উত্তম।
৩: সম্পদ মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে ,পক্ষান্তরে জ্ঞান মানুষকে পরস্পর বন্ধু বানায়, তাই জ্ঞানই উত্তম।
৪: জ্ঞান বিতরণে হ্রাস পায় না,বরং বৃদ্ধি পায়। পক্ষান্তরে সম্পদ কাউকে দিলে হৃাস পায়। তাই জ্ঞানই উত্তম।
৫ :জ্ঞানের ব্যাপারে মানুষের মধ্যে কোন ওরুপ কৃপণতা থাকে না। বরং জ্ঞানীর মন থাকে উদার।
পক্ষান্তরে সম্পদ মানুষকে কৃপণ বানায়। তাই জ্ঞানই উত্তম।
চলবে, ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।