আমাদের কথা খুঁজে নিন

   

তিন ভাগের এক ভাগ বাংলাদেশ দাবী করলেন তিনি!!!

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

বছর দেড়েক আগের ঘটনা। কাজের ফাঁকে হঠাৎ সহকর্মী রোহিতের নেয়া ইন্টারভিউতে বাংলাদেশ প্রসঙ্গ আসতেই চোখ ফেললাম মনিটরের দিকে। দেখেত আমি থ! সেই রাতে লাইব্রেরী থেকে অনুষ্ঠানটির একটা কপি ডিভিডিতে বার্ন করে রেখে দিয়ে ছিলাম। আজ মনে হল ভিডিওটা শেয়ার করা যাক।

ড. সুভ্রামানিয়াম সোয়ামী, ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট এক জন ইকনোমিষ্ট, হারভার্ট বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর। তিনি যখন বলেন সিলেট থেকে খুলনা পর্য্যন্ত দাগ টেনে ভারতের নিয়ে নেয়া উচিত তখন এ কথাটিকে কি কোন উন্মাদের প্রলাপ বলে উড়িয়ে দেয়া যায়! তার কথা হলো আমেরিকা আর চায়নাকে বুঝিয়ে ফেলা যাবে। বাংলাদেশের তিন ভাগের এক ভাগ খেয়ে ফেললে কেউ কিছু বলতে যাবে না। আমার কোন ধারনা নেই কত ভাগ ভারতীয় এই রকম করে ভাবে? তবে যেই লোক এই স্বাক্ষাতকারটি নিয়ে ছিলেন সেই রোহিত কে আমি জিজ্ঞেস করে ছিলাম তাদের দেশের কত ভাগ লোক প্রতিবেশী বাংলাদেশ সম্পর্কে এই রকম ধারনা পোষন করে? আমার প্রশ্নে রোহিত ভিয়াস একটু থতমত খেয়ে উত্তর করে ছিল, আরে ইয়ার ইস্ পাগল আদমি কা বাত ছোড়। এ সালা পাগল হ্যায়।

রোহিতের এ উত্তর আমার মন ভরাতে পারেনি সেদিন। খুব কষ্ট পেয়ে ছিলাম। যে লোক হারভার্টে পড়ায় সে কেন পাগল হতে যাবে! অ.ট: মাসখানেক হল বাংলাদেশের চ্যানেল আই আর ভারতের ইটিভি বাংলা যৌথ ভাবে একটা অনুষ্ঠান শুরু করেছে নাম, সুর দরিয়া এপার ওপার দুই বাংলার সুরের ছোঁয়া। এই সুর দরিয়া বেয়ে মিডিয়া মোগোলদের জেব ভরে উঠবে সে খুব ভালো করেই জানি। কিন্তু সেই দরিয়া দিয়ে পদ্মা মেঘনায় দু'ফোটা জল গড়াবে এমন আশা করাটা মনে হয় নেহায়েত বোকমীই হবে!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।