আমাদের কথা খুঁজে নিন

   

পাক্কা রাঁধুনী

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

খু ভাল রাঁধুনী সে, খুব পাকা গিন্নী। তেতুলের টক দিয়ে, রাঁধে নাকি শিন্নী দুই চামচ নুন দেয়, প্রতি কাপ চায়ে,সে ঝাল লাল মরিচের ..... গুড়ো দেয় পায়েশে রাঁধুনী এখন জানতে চায়.... কি করনীয়....??? বলে দাও খুব ভাল, অপূর্ব স্মরনীয়...... কেউ যদি একবার, ভূলে বলে.... ভাল নয় রান্না..... তাহলে সে জুড়ে দেয় কান্না কেঁদে-কেটে একাকার হয় ছিঁচকাঁদুনী ভয়ে সব বলে তাই..... তুমি পাকা রাঁধুনি অনেক আগে শুনে ছিলাম। প্রায় ই মনে মনে পড়ি আর হাসি......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.