আমাদের কথা খুঁজে নিন

   

এক বেজন্মা বোধ বা জন্মানোর ক্রোধ



ক্ষীণ মৌনতার স্থবিরতায় অস্থির জৈবিকতার অদৃষ্ট অতৃপ্তি আর প্রজাপতির অপেক্ষায় গোলাপেরা মেঘগন্ধা অবষাদে স্থবির। আজন্ম; এক বেজন্মা বোধ তাড়া করে ফিরছে বিতৃষ্ণা মিলছে ক্রমাগত বাড়ছে, জন্মানোর ক্রোধ। সুপ্রীম কোর্টের খোদারাও দল বেঁধে বিব্রত হয় দেখে বেকারত্বের ফ্রেমে বন্দী প্রেমে সব কটাক্ষ মেনে নেই আমরাও। তবু... আজন্ম; এক বেজন্মা বোধ তাড়া করে ফিরছে বিতৃষ্ণা মিলছে ক্রমাগত বাড়ছে, জন্মানোর ক্রোধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।