ফুলে ফুলে রঙিন হয়ে উঠছে প্রকৃতির সবুজ আঙিনা। যেন আগুন লেগেছে প্রকৃতিতে। মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত তারুণ্যের বুকেও লেগেছে আগুন। তবে, সে আগুন দ্রোহের। ১৪১৯ বঙ্গাব্দের বসন্ত কেবল প্রেমের হয়ে থাকবে না বরং দ্রোহের আগুন ছড়াবে বাংলাদেশের বুকে।
অদ্ভুত শিহরণ জাগিয়ে দুয়ারে এসেছে বসন্ত। বায়ান্ন সালের ৮ ফাল্গুন বা একুশের পলাশরাঙা দিনের সঙ্গে তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাঁধভাঙা আবেগের জোয়ার যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এবারের বসন্তও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে শাহবাগ আন্দোলনের কারণে। ঋতুরাজ বসন্তের দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালিরা বসন্ত বরণের পাশাপাশি যুদ্ধাপরাধীদের ফাঁসিরও দাবি জানাবেন। শাহবাগ আন্দোলনের পাশাপাশি বসন্তের প্রথম দিনে অনেকেই প্রীতির বন্ধনে আপন মহিমায় খুঁজে নেবেন বসন্তকে।
তরুণ-তরুণীরা বাংলা একাডেমীর আয়োজিত একুশের বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ, চারুকলা চত্বর, পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান মাতিয়ে রাখবে সারাদিন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।