তাকায় সবাই, কিন্তু দেখে খুব কম লোকই।
......... ভাত খাছু, কে রে? আমি কলাম খাছি, আজকা সকালেই খানু। আবার খামো, এর ধরগা আইতোত। আমাক জিন খানকি মনে করিসনি। আমি কলাম গিরস্তবউ।
হামার ভাতার আছিল, তা নিল না একোন আমি কী করমো? ওই হারামজাদা, হাসিচ্চু ক্যা? আমাক খানকি মনে করিচিস? কী কমো, ভাই শোনেক, হামাক কলাম হামার ভাতার এটি বেচ্যা থুয়ে গেছে। ভাতার কলেম হামাক ভাত দেয়নি। কুনুদিনও দেইনি। উরে শালা মাইত্তো! (কান্না)
(কাঁদতে কাঁদতে) ভাত আর ভাতার কুনুদিন এক লয় গো ... (কান্না)
(চোখ মুছতে মুছতে) ওই খানকির ছৈল, হামাক কী মনে করিলু, তাই আগে ক। হামি পাগল? ক্যারে চুতমারানির ব্যাটা, ঠিক কইরা কবু কল্যাম।
জানিস, আইজকা হামি ভাত পানু না। হারামজাদীর থাল মাইজ্যা দিল্যাম, কৈল, বাসী ভাত আছে খাইস। তাই থাল মাইজ্যা দিল্যাম, পেটিকোট ধুয়্যা দিল্যাম, পেটিকোটত কী ভইরে ছিল জানিস? (উচ্চস্বরে হাসি ...) ফ্যাদা ভইরে ছিল। ফ্যাদা চিনিস? (রাগ) চুদির ব্যাটার এক একটা আসে, ওইতা ঢাইলে ঢাইলে থুয়ে যায়। তুই কী কামে আসিচু? ওই শোরের বাচ্চা, কী কামে আসিচু, ক আগে? তা তো কবিনে।
আমি কী আর জানি নে মনে করিছিস? সব জানি। চুৎমারানির ব্যাটা, (আরও আরও গালি) ....
(কতক্ষণ কান্না) আমাক দশটা টাকা দিবু? একনা ভাত খামো। (টাকা নিয়ে) এইডা পুঞ্চাশ না? ও বাই, দেহোত, এইডে পুঞ্চাশের লোট লয়? ওই খানকির ছাওয়াল, দশ টাহা চালাম, পুঞ্চাশ দেওয়া চুদালু ক্যা? টেকার গরম হছে, না? গরম কল্যাম গুয়ার মদ্যি দিবানে। (আরও আরও গালি)
(অনেকক্ষণ চিন্তা করে) আমাক মানসি দিতো জানিস? আমাক তো ভাতার এটে বেইচে থুয়ে গেল, আমাক মানসি দিত। একশ করেই দিতো।
কয়ডা খানকি আছে, একশ কইরে পায়? আমি পাতাম।
ওই শোরের বাচ্চা, হাসিচ্চু ক্যা? হামাক খানকি মনে করিছু, না? আমি কল্যাম পাগোল। জম্মের পাগল কল্যাম হামি। যখন ধরমো, তখন কল্যাম কিচ্ছু থোবনানে ...
(রাগে গজরাতে গজরাতে চলে যায়)
(চলবে)
দৌলতদিয়ার একসময়কার যৌনকর্মী, এখন পাগল রীতা পাগলনীর অডিও ... (আনএডিটেড) রীতা পাগলনী তার ছবি কোথাও না ছাপার কসম দিয়েছেন। তাই ছবি দিলাম না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।