Let the wind blow out the candles
যারা জানেন যে মাইক্রোসফ্টের লাইভ একাউন্টের সাথে ২৫ গিগা ফ্রি অনলাইন স্টোরেজ দেয়, তারা তো জানেনই। আর যারা আমার মত নতুন জানলেন, তাদের অবাক করার মত আরো কিছু তথ্য দেই! ২৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ সেবার মধ্যে আছে ফাইলের ডাইরেক্ট লিংক দেওয়ার ব্যবস্থা, কমেন্টস, ফোল্ডার ব্রাউস করার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি। আর একটা ফাইলের সর্বোচ্চ আকার হতে পারবে ৫০ মেগাবাইট।
তাছাড়া আপনার শেয়ার করা কোনো ফোল্ডার উইজেট হিসেবে আপনার ওয়েবসাইট/ব্লগেও লাগিয়ে দেওয়া যাবে
আপনার যদি লাইভ একাউন্ট থাকে তাহলে এখনই লগিন করে নিয়ে আপনার অনলাইন স্টোরেজ টি দেখে আসুন, http://skydrive.live.com
আর যাদের লাইভ একাউন্ট নেই, তারা নতুন একাউন্ট তৈরি করতে পারবেন এই লিংকে: http://live.com (রেজিস্ট্রেশন করুন)
- আর একটা ব্যাপার, রেজিস্ট্রেশনের সময় কান্ট্রি বাংলাদেশ না দিয়ে আলবেনিয়া টাইপ অন্য কোন দেশ দিয়ে দেন। ফ্রেন্ডরা বললো বাংলাদেশ থেকে নাকি একটা লিমিটের পর দৈনিক আর আইডি তৈরি করতে দেয় না
তো শুরু হয়ে যাক মাইক্রোসফটের জায়গা নষ্ট করার প্রতিযোগিতা ফাইল আপলোডের কিছু নিয়ম কানুন আছে- এগুলো মেনে চলবেন। যেমন- কপিরাইট আছে এমন কিছু আপলোড করা মাইক্রোসফটের শর্তাবলী লঙ্ঘনের সামিল।
আমি মাইক্রোসফটেরই গেইম এইজ অব এম্পায়ারস (পাইরেট) আপলোড করলাম, দেখি ধরবার পারে নাকি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।