আমাদের কথা খুঁজে নিন

   

আজ নিউজ পড়লাম রোবট হাসছে, একদিন হয়তো পড়তে হবে মানুষও হাসতে পারছে...



এমন একটা সময় রোবট হাসতে শিখছে, যখন তার স্রষ্টা মানুষের হাসি ক্রমশই ম্লানের পথে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের পিএইচডি শিক্ষার্থী তিংফান উ এর তৈরি করা রোবট আইনেস্টাইন শুধু হাসতে পারে। তার সাথে পারে চেহারায় রিয়েলিস্টিক ভাবও ফুটিয়ে তুলতে। এজন্য রোবটের মুখের রিয়েলিস্টিক ভাব ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ৩০ টি কৃত্রিম পেশি। শুধু ঢাকাতেই মে মাসে ২১ খুন।

জুনে ২৯। মাস জুড়ে বিলাপের ছবি-ই চোখ জুড়ে। দেশজুড়ে অগনন মৃত্যুর হিসাব না হয় মেডিকেল বা পুলিশের খাতাতেই তোলা থাক। গতকালও একজন সন্ত্রাসীদের গুলিতে নিহত। এই বিষাদময় সময় দিনে দিনে তীব্র হচ্ছে।

প্রতিদিনই কোনো না কোনো মৃত্যুর ভয়ঙ্কর খবর। আর অপ্রত্যাশিত সমস্যা প্রাপ্তির পরসিংখ্যান দিয়ে শেষ করা যাবেনা। জোতিষকেও হয়তো হিমশিম খেতে হয় তার বাণিজ্য টিকিয়ে রাখতে। যে কারনে রোবটরে এই নিউজ পড়ে আশঙ্কায় পড়ে যেতে হয়। এমন করে বিষাদে বিষাদে আমাদের হাসি যেবাবে কমে যাচ্ছে।

একদিন হয়তো হাসতেও ভুলে যাবো। হয়তো প্রযুক্তির পৃথিবীতে তখন রোবটেরা আমাদের পাশে এসে দাড়াবে ঋণ শোধ করতে। ৩০ বা তার অধিক কৃত্রিম পেশি সংযোজন করে হাসাতে চেষ্টা করবে হাসি ভুলে যাওয়া মানুষকে। হয়তো আজকে মুচকি হাসি দিতে শেখা রোবট সেদিন অট্টোহাসিতে ফেটে পড়বে নিজেদের সাফল্যে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।