আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
এই যে এ ব্লগ নিয়ে বসে সারাক্ষন বসে থাকি তার মাঝে আবার দেশে যাবার সময় হলো ১ মাসের জন্য জানিনা বউ এর সাথে একচুট ঝগড়া রেডী আছে কিনা । আমি জানি আমি কাজ কম` বাদ দিয়ে ব্লগ নিয়েই বসে থাকব।
মানুষের সাংসারিক জীবনে কম বেশী সকলেরই ঝগড়া ঝাটি হয়। এসব কি নিয়ে হয়:
বাজার করা নিয়ে । মাছটা ঠিক মত কেনা হয়নি।
তরকারী মেচ করে কেনা হয়নি। বাচ্চাকে পিটালে কেন। তোমার মা এ কথাটা বলল কেন। তোমার বোনের জামাটা বেশী দামী। আরও কত কিছু তার মাছে ব্লগের একটি ইস্যু এসে গেল।
যাই হোক ছুটি মন্জুর, গানটা গাইতে ইচ্ছে করছে ,একদিন ছুটি হবে----।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।