আমাদের কথা খুঁজে নিন

   

আমি এক ভোদাই 'কৈতক পুষ্ট'

যদি হই চোরকাঁটা তোর শাড়ীর মাঝে........

আরে এত জোস একটা কৌতুক আর আমি কিনা আগে শুনিই নাই হেহে এইডা একখান কাম করসস? শালা আবাল কথাটা শোনার সময়ই তিন চারবার শোনা হয়ে গেলো যাউগ্গা যেই কারণে পোষ্ট কৌতুকখান: জামিল সকালে ঘুম দিয়া উইঠা দেখে বৌ চা নিয়া হাজির। বাহ্‌ , খুশী হয়ে উঠতে চাইলেও মনে শংকা, এমন তো কখনো হয় না? যাউগ্গা যা আসে কপালে, চা খাইয়া বাথরুম সাইরা নাস্তা খাইতে আইসা দেখে এলাহী কান্ড, পরাটা, গরু ভূনা, মিষ্টি........... 'নীলা, কি কাহিনী বল তো? ', অবাক প্রশ্নের উত্তরে স্ত্রী নীলা হাসিমুখে বলল, কাহিনী আর কি? দুপুরে বিরিয়ানী হবে, মন্টু গেছে বাজারে। আর........ 'কাল রাতে মদ খেয়ে চুর হয়ে বাসায় এসেছো' কপাল বেয়ে পড়া চিকন ঘামের তোয়াক্কা করার সময় শেষ। 'তারপর?' নীলা বলে, 'মন্টু গিয়ে তোমাকে নিয়ে এসেছে' ভাগ্যি ছোট ভাইটা আশেপাশে নাই 'তারপর?' 'তারপর তুমি ঘরে ঢুকে বমি করে ভাসিয়েছো, পরিষ্কার করার নাম নিয়ে রান্নাঘর নষ্ট করেছো।' জামিল পুরা ধরা..........কি যে হবে এখন? তাহলে এতো আয়োজন কেন? তোমার পুরস্কার, নীলা বলে। জামিল ঢোক গিলে বলল, কিসের পুরস্কার? নীলা বলে,' কাল রাতে মাতাল তোমাকে যখন আমার মা টেনে বাইরে নিয়ে যাচ্ছিল তোমার মাথায় পানি ঢালতে, তখন তুমি বলেছিলে, "ছেড়ে দে মাগী, আমাক লিয়ে টানাটানি করিস না, আমি বিবাহিত পুরুষ"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।