আমাদের কথা খুঁজে নিন

   

ভূত-বিড়াল

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন

ভূতেরা সব বিড়াল সেজে, আসে আমার বাড়ি ইঁদুর-পোকা খায়না তারা, খোঁজে মাছের হাঁড়ি একটুখানি ধমক দিলে, ভেংচি কাটে মুখে বলবে তারা, টের পাওনা, আছো বেজায় সুখে গাছ কেটে সব সাবাড় করো, থাকবো-খাবো কই তোদের ঘরে থেকে-খেয়ে, করবো রে হই চই কি কি আছে ঘরের ভেতর, বের করে দে খাই সকাল-বিকেল আস্ত খাসী, নান রুটিও চাই দুপুরে দিবি গরু-ভেড়া, সঙ্গে দইয়ের হাঁড়ি সময় মতো না পেলেই, মাগনা খাবি ঝাড়ি ভেংচি-ঝাড়ির ভয়ে লোকে, খাওয়ায় ডাবল-ডাবল অলস খেয়ে ভূতেরা সব, করছে আবোল-তাবোল হাত চলে না, পা চলে না, শুয়ে বসে খায় চলাফেরা যায়না করা, পরাণ বুঝি যায় বুদ্ধি করে পিটনি লাগায়, গাঁয়ের কয়েক জনে ভূত ব্যাটারা জান বাঁচাতে, পালিয়ে গেল বনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।