উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
(টিপাইমুখ ইস্যু নিয়ে যারা প্রতিবাদ জানাচ্ছে,
তাদেরকে উৎসর্গ করা হলো)
সবুজধ্বংসস্তূপ থেকে যে তীরগুলা ছুটে পালাচ্ছে
হর্ষউন্মাদের কাঁধে
তাদের বিষাক্ত মুখে শূন্যখামের বিমর্ষ ঈগল।
আমাদের বিয়োগ-ব্যথার ফাটা কনডোমে
রাষ্ট্রের ভ্রুকুচকানো মুখ
ভেসে উঠছে। শকুন উড়ছে।
আমরা চিৎকার করছি - কণ্ঠের ভিতর
লোহার পাত গলে গলে
উথলিয়ে উঠছে। যেন মিশবে ইস্পাতের
নদীতে।
যে কাঠের ঘোড়ারা নিশ্চুপ দাঁড়িয়ে দাঁড়িয়ে
দেখছে তামাশা, বিজ্ঞাপণের নাভিবনে,
চ্যানেলে চ্যানেলে তাদের রোয়া উঠা মুখোশের
পরিবর্তে দেখা যাচ্ছে
অসংখ্য শেয়ালের ছায়া।
ছায়াগুলাকে বধ করার জন্য উড়ে আসুক
ধনুকের ছিলা।
কাঠের গায়ে লেগে থাকুক মানুষ ও কুকুরের প্রসাব,
বৃষ্টি হলেও প্রসবের দাগ যেন মুছে না যায়।
তার জন্য জরুরীবিধিতে
যাদুঘরের দেয়ালগুলো আমাদের চারপাশে
উড়তে থাকুক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।