স্নিগ্ধ সকাল। ভোরের কুয়াশা আর শিউলী ফুল বিছানো গেয়ো পথ। একাএকা হাটতে ভালই লাগছে। শহরের কোলাহল ফেলে বহু দূরে যেখানে আমাকে প্রশ্ন করার কেউ থাকবেনা। সকালে ঘুম থেকে উঠে অফিস যাবার তাড়া থাকবেনা।
পাখির ডাকে ঘুম ভাঙবে। মিষ্টি রোদ আমায় ছুয়ে যাবে। ঘাট বাধাঁনো পুকুরে সাতার কাটা, শাপলা তোলা আর ডানামেলা পাখির মত উড়ে বেড়ানো,,,,,,,
শহুরে জটিলতার মাঝে আজ নির্মল আনন্দ গুলি হারাতে বসেছি। ছোট বেলার মধুর স্মৃতিগুলো আজও আমাকে ডেকে ডেকে যায়। নির্জনতা আমাকে সবসময় ছুয়ে ছুয়ে যায়।
কিন্তু আমিকি ফিরে যেতে পারব? হয়ত না।
ফিরে যাওয়া,,,ফিরে পাওয়ার মধ্যে অনেক পার্থক্য। এই শহুরে জটিলতার মাঝে টিকে থাকার লড়াই শেষে হয়ত এক সময় চলে যাব_____________
জানি একদিন আমি চলে যাব
সবি ছেড়ে,,,,,,,,,,
যত বুকভরা দু :খ কষ্ট নিয়ে
আমি চলে যাব কিন্তু সকালের স্নিদ্ধ বাতাস, ঘাস ফড়িং , মেঘের ভেলা কি আমাকে ভুলতে পারবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।