আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
তিন কবুলের মন্ত্র
----------------------------
সওদাগরি নাও নোঙ্গর গাঁথার আগে
যে পাখি বার্তা নিয়ে উড়ে আসে বিরহি নদীর তীরে
ক্রমশঃ ক্ষীন হয়ে আসা বিকেলের গানে
গোপন ব্যাথার সুর মুছে দিয়ে
বলে যায় এই বিদীর্ণ অন্ধকারে এবার আগুন জ্বালাও
অথচ
হারিকেনের নিভুনিভু হলুদালোরঙ্গা চোখের জলে
সওদাগর কখনো কি ভিজিয়েছে তর্জনীর ডগা?
"তিন কবুল" শুধু কি সঙ্গমকে বৈধ করে
বিকেলের উঠানে ছেড়ে দেয় অনেক তুলতুলে হাত'পা
বিরহিনীর বুকে ডানা ঝাপটিয়ে বার্তাবাহক ঠোঁটে করে নিয়ে গ্যাছে
নোনাজল গোপন প্রেমিকের বাড়ি
হায় সওদাগর!
নোনাজলে ঠোঁট না ভেজালে তিন কবুলের মন্ত্র জমেনা
-----------------------------------
আল্লাইয়ার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।