আমাদের কথা খুঁজে নিন

   

লোভে-চাপে ফাঁদে পা নয়: বিএনপি

সোমবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, ভয়ভীতি-লোভলালসা দেখিয়ে কোনো লাভ হবে না। নির্দলীয় সরকারের জাতীয় দাবির বাইরে কোনো ফাঁদে আমরা পা দেব না। ”
আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে না হলে ‘কঠিন’ আন্দোলন ছাড়া বিএনপির কোনো বিকল্প থাকবে না বলেও সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে।
খন্দকার মোশাররফ বলেন, “দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়।

বন্ধুদেশসমূহ ও জাতিসংঘ সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে। ”
এরপরও সরকার ‘দলীয় সরকারের অধীনে’ নির্বাচন করতে চাইলে বা ‘বাকশালী কায়দায়’ ক্ষমতায় থাকতে চাইলে পরিণগি ‘শুভ হবে না’ বলেও সতর্ক করে দেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “বিএনপি নির্দলীয় সরকারের এই গণদাবির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। ”
বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার পর থেকেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি ও তাদের শরিকরা।
বর্তমান সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।


মোশাররফ বলেন, “সরকার বুঝতে পেরেছে, তারা পাঁচ বছরে যে অপশাসন ও অপরাধ করেছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। তাই ক্ষমতায় থাকার জন্য নীলনকশার অংশ হিসেবে দলীয় সরকারের বিধান সংবিধানে সংযোজন করেছে। ”
লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ওপর ২০০৭ সালে যৌথ বাহিনী নির্যাতন চালায় অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, “১/১১ এর কুশীলবরা তারেককে রিমান্ডে নিয়ে হত্যার জন্য নির্যাতন করেছে। অনেক রাজনীতিবিদের ওপর তারা নির্যাতন চালিয়েছে। কিন্তু বর্তমান সরকার ওই কুশীলবদের বিচার না করে নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়েছে।


বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ‘ওয়ান ইলেভেনের’ ষড়যন্ত্রকারীদের বিচার করবে বলেও তিনি উল্লেখ করেন।
ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, শওকত মাহমুদ, চিকিৎসব অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, ড্যাব মহাসিব এ জেড এম জাহিদ হোসেন, এস এম রফিকুল ইসলাম ও সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুর আলোচনা সভায় বক্তব্য দেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।