এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
কাজের ফাকে ম্যাসেন্জারে টুকটাক কথা বলাটা একরকম অভ্যাস হয়েই দাড়িয়েছে ... এমন অবস্হা যেন কথা না বললে কাজে মনই বসে না .... দৈনন্দিন নিয়মেই আজকে কাজ করছি আর অনেকক্ষন পর পর টুকটাক কথা বলছি আমার বেষ্ট দোস্তের সাথে .... হঠাৎ ম্যাসেন্জারে তার ঝাকুনি শুরু হলো
>> বাজজজ !!! বাজজজ !!!!
> কিরে কি হইসে, ধাক্কাস ক্যান ?
>> কি করিস ?
> তোর মুন্ডু চিবাই, দেখিস না ?
>> ঐটা ছাড়া আর পারিস কি তুই ?
> ঘটনা কি রে, এখন আমার কাজের মধ্যে গ্যান্জাম করবি নাকি ?
>> একটু করি ই না, কি বলিস ?
> অফ যা !
>> তুই একটা আলম্বুশ !!!
> কি ?
>> যা বলার একবার বলেছি, বুঝলে বুঝ না বুঝলে নাই
> হুমম .... আচ্ছা বল, ঘটনা কি ?
>> ঘটনা না দুর্ঘটনা ...
> মানে ?
>> তোরে ধাক্কা দিয়ে নৌকা থেকে পানিতে ফেলে দিলে কেমন হতো তাই ভাবছি
> এইটা আবার কেমন কথা, বলা নেই কওয়া নেই আমারে পানিতে ফেলে দিবি মানে ?
>> আসলে তোরে পানি দিয়ে ভিজায়ে দিতে ইচ্ছা করছে
> দেখ হাঙ্কি পাঙ্কি বাদ দিয়ে বল আসল ঘটনা কি, কিছু একটা না হলে তোর মাথা এমন গরম হয় না সাধারনত ....
>> তোর মনে আছে সেই ঈদের দিনের কথা যেদিন আমি তোর মাথায় পানি ঢালছিলাম ?
> হু মনে আছে, অনেক গরম ছিল, তোর বাসায় বেড়াতে গিয়ে মাত্র ২ গ্লাসপ পানি চাইছিলাম, আর তুই এক জগ পানি এনে বলেছিলি নে খা ...
>> এর পরে ?
> এর পরে আর কি,সাথে গ্লাস আনিসনি বলে তোকে দ্বিতীয়বার গ্লাস আনতে কিচেনে যেতে বলেছিলাম ....
>> এর পরে ?
> এর পরে তুই যেতে যেতে হঠাৎ ফিরে এসে পুরা জগের পানি আমার মাথায় ঢেলেছিলি , শালা বান্দরের নানী !!
>> খিক খিক খিক
> আবার হাসিস ক্যান, কি হইসে ?
>> একটা লিংক দেই দেখ
> টাইম নাই
>> দেখই না ....বেশীক্ষনের না
> আচ্ছা দে....
এর পরে সে আমাকে যে লিংক দিয়েছিল তা আপনারাই দেখেন, যেটা দেখার পরে তার নাকি আমার মাথায় আবার পানি ঢালার শখ হইসে ----
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।