আজ (বৃহস্পতিবার) বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের এ সংক্রান্ত আদেশে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবারক হোসেনের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। এই প্রথম যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাসীন দলের কোনো নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হচ্ছে। তার বিরুদ্ধে আখাউড়ায় ৩৩ জনের গণহত্যা, ব্রাক্ষণবাড়িয়ায় ৩ জনকে হত্যাসহ অপহরণ, আটক ও নির্যাতনের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। বুধবার বিকেলে বেইলি রোডের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক সানাউল হক জানান, মোবারকের বিরুদ্ধে ছয় মাস তদন্ত শেষে ২৯৪ পৃষ্ঠার প্রতিবেদন তারা চুড়ান্ত করেছেন। বৃহস্পতিবার তা রাষ্ট্রপক্ষের কাছে পেশ করা হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘ ৪০ বছর আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে কাজ করার পর দুই বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।# আলো আসবেই আওয়ামী লীগের ‘বহিস্কৃত’ নেতা মোবারকের বিরুদ্ধে অভিযোগ ১২ ফেব্রুয়ারি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।