আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি অলস না অস্থির?

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
পোষ্টটির সূত্র: আপনি কি অলস না অস্থির? কোনো কাজে সাফল্য পেতে হলে পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয় – এর কোনো বিকল্প নেই। কথাগুলো বইয়ের কথা বলে মনে হতে পারে, কিন্তু এটাই সত্য। তাই বলে কতদিন? একদিন, দুইদিন, এক বছর, দুই বছর নাকি পাচঁ বছর? অসীম ধৈর্য্যের পরিচয় দিয়ে পাচঁ বছরে অনলাইনে সেই সাফল্যের মুখ দেখেছেন বাংলাদেশের লিমন। এখন তিনি জোর গলায় বলতে পারছেন অতীতের ব্যর্থতায় তিনি শিক্ষা পেয়েছেন আর সোনালী ভবিষ্যত আর বেশি দূরে নয়।

ঘটনার সূত্রপাত যেভাবে যতদূর সম্ভব উড়ালপঙ্খীর (লিমন) সাথে আমার পরিচয় সামহোয়ারইন ব্লগে। আমার অনুরোধেই তিনি যোগ দিয়েছিলেন সার্চ ইঞ্জিন ফোরামে । সেখানেই জেনে নিয়েছেন গুগল এডসেন্স নিয়ে আমাদের ভুল ধারনাগুলো আর জেনেছেন শুধু এডসেন্সই নয়, বরং ইন্টারনেটে হাজারো পদ্ধতিতে আয় করা সম্ভব। আর আজ তার পোষ্টেই জানতে পেলাম, তিনি প্রথমবারের মতো আয়ের মুখ দেখতে পেয়েছেন। নি:সন্দেহে একটি খুশির খবর।

এক মহিলার ব্লগ বানিয়ে পেয়েছেন ১৫ ডলার। চলুন দেখি তিনি কি বলেছেন My friends are always criticized me about it that I am just wasting time. Yes I wasted my times but I learned a huge real things about online income. Specially at the beginning of this year when I joined this forum I realized now I’m in right way and yes at last I am successful. Believe me or not I learned real strategy to make money from internet from this forum. Thank you Bro Hasan for your great contribution. After 5 year’s later I see bright light. Last week I got my first payment from internet and the amount was $15 from a American Lady. It was a contractual job. I made a blog for her. তিনি আরোও বলেছেন I was banned 3 times from Google adsene. First 2 times was my fault. But the time I don’t know what happened. Although I banned but I learned from my mistakes. Still I hope I can earn money from Google honestly and I’m determined I’ll do it. অনেকেই বলতে পারেন পাঁচ বছর খাটুনির পর পনের ডলার কোনো অংকই না। কিন্তু আপনি কি খেয়াল করেছেন তার ভাষায় আত্মবিশ্বাসটুকু – পাচঁ বছরের অভিজ্ঞতায় তিনি জেনে গিয়েছেন ইন্টারনেটে আয়ের কৌশলগুলো। এখন তাকে কেউই আটকাতে পারবে না। এডসেন্সে সাফল্য পাননি তো কি হয়েছে, দেখুন অন্যের জন্য ব্লগ বানিয়ে ঠিকই তিনি টাকা পেয়ে গেছেন।

সাধারন চাকুরির কথাই ধরুন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত এক মাস কাজ করার পর যদি বেতন আশা করেন ১৫,০০০ টাকা তবে ইন্টারনেটে সেই টাকা পেতে আপনি কতটুকু পরিশ্রম করছেন, নিজের কতটুকু উজার করে দিচ্ছেন? হিসেবরক্ষকের কাজ শিখতে যদি আপনি চার বছর সময় নেন, আর তারপর ১৫,০০০ টাকা বেতনের স্বপ্ন দেখেন তাহলে ব্লগার হওয়ার শিক্ষা কি এক মাসে অর্জন করার স্বপ্ন কি যর্থাথ? টানা দু’দিন রাতদিন ব্লগের জন্য খাটলেন আর মাসের বাকি আটাশ দিন ঘুমালেন – এটা যেমন বেগার খাটুঁনি তেমনি প্রতিদিন আধা ঘন্টা ব্লগে ঢুঁ মারলেন এটাও কোনো কাজে আসবে না। যা করতে চান, যতটুকু করতে চান – পুরো মনোযোগ সহকারে করুন। জানার চেষ্টা করুন – জ্ঞান অর্জনের শেষ নাই। লিমন যদি পাচঁ বছর সাধনার পর সাফল্য পায় তবে আপনি পারবেন না কেন? আর বলা যায় না, আপনি হয়তো দু’দিনের মাথাতেই সাফল্য পেয়ে যেতে পারেন।

শুভেচ্ছা রইল সবার জন্য। -------------------------------------------------------------------- সাফল্যের সত্যিকারের গল্পগুলো পড়তে ঢুঁ মারতে পারেন সার্চ ইঞ্জিন ফোরামের Real Life Success Stories সেকশনে। আরও শেয়ার করতে পারেন আপনার ইন্টারনেটে সংগ্রামী জীবনের কথাগুলো। এই গল্পগুলোতেই লুকিয়ে আছে সামনে পথ চলার অনুপ্রেরনা। -------------------------------------------------------------------- সম্প্রতি iSEOForum.com এ শুরু হয়েছে ডোমেইন জিতে নেবার প্রতিযোগিতা।

জুলাই মাসজুড়ে কেবলমাত্র ফোরামে অংশগ্রহনের মাধ্যমে জিতে নিতে পারেন পছন্দসই একটি ডোমেইন। বিস্তারিত জানতে পড়ুন – iseoforum.com ফোরামে অংশ নিন – জিতে নিন পছন্দসই একটি ডোমেইন । -------------------------------------------------------------------- আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্লগে আসা সম্ভব হয় না? তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে। আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে।

--------------------------------------------------------------------
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।