:)
তিনদিন কোস্টাল এরিয়াতে ছিলাম , কাজ করতে গিয়েছিলাম, সেখানকার অভিজ্ঞতা আমি লিখতে পারবোনা, তাই শুধু ছবি। বেশি ছবি আমি তুলতেও পারিনি......
এখানে ঘর ছিল , উঠান ও ... বসার ঘর এটি ... ... দুই দিন আগেও ছাঁদ ছিল ! ঘরের বাসিন্দারা জানালেন, এই মেঝের নিচে এখন মাটিও নেই ! আর পরদিন সকালে মেঝেও থাকবেনা... সবাই এখন আশ্রিত রান্নাঘরে... সেখান থেকেও একদিনের মধ্যে সরে যেতে হবে। ওনারা একটু অবস্থা সম্পন্ন , তাই মাথা গোজার ঠাই হয়ে যাবে। যাদের ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই ? ওদের সংখ্যাটাই বেশি ...
একটা স্কুলঘর , বাকা হয়ে আছে , প্রায় তিনশ ছাত্র-ছাত্রী... সপ্তাহ খানেক ধরে ক্লাস হয়না .. পেছনেই চলে এসেছে নদী!
ভেঙ্গে যাওয়া রাস্তা থেকে খুলে নিচ্ছে ইট , এ থেকেও কিছুতো ভাতের ব্যাবস্থা হবে !!!
হুট করে পিচ ঢালা রাস্তাটা শেষ হয়ে গিয়েছে , নদীর মোহনায় ... আরো অনে...কটা পথ যাওয়ার ছিল! পদিন নাকি এ স্থান টুকুও ছিলনা ...
ছেলেটা ক্লাস সেভেন পর্যন্ত পড়েছিল। এখন সে চিংড়ির পোনা বিক্রি করে, মেঘনার পানি থেকে সংগ্রহ করে পোনা। তার পরিবারের আয়ের একমাত্র উৎস।
জীবন অনিশ্চিতের... আমরা সেটা জানি, কিন্তু ওরা জানে এটাই জীবন !
ছোট তো কি হয়েছে ! কাঠের টুকরা , এইবা কম কি ?!
উপকূলের শিশুরা ...
আইলা'র চিহ্ন...
সাহায্যের আশায় অপেক্ষারত ......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।