আমাদের কথা খুঁজে নিন

   

ঝরা পালক দেখুন লন্ডন রেইনবো চলচ্চিত্র উৎসবে ১১ জুলাই

রিজওয়ানুল ইসলাম রুদ্র

সুপ্রিয় ব্লগারবৃন্দ আমি একটা ছবি নির্মাণ করেছিলাম। ছবিটা দ্বিতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে দর্শকের ব্যাপক সাড়া পেয়েছিলো। মাদকবিরোধী ছবি। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের আলোকে নির্মিত। ছবিটা উৎসর্গ করা হয়েছে একজন অখ্যাত ছেলেকে।

এই ছেলে পত্রিকার শিরোনাম হয়েছিলো। আপত্তিকরভাবে। যার শিরোনাম ছিলো : বাবা মার সামনেই গলা কেটে আত্মহত্যা করলো মাদকাসক্ত স্কুলছাত্র! সেই কিশোরের স্মরণে নির্মিত ১০৯ মিনিট এর এই ডিজিটাল ছবি প্রদর্শিত হবে আগামী ১১ জুলাই লন্ডনে রেইনবো চলচ্চিত্র উৎসবে। রিচ মিক্স সেন্টারে এই উৎসব শুরু হয়েছে গত ৫ জুলাই 'আমার আছে জল' চলচ্চিত্রের প্রদর্শনীর মধ্যদিয়ে। ১১ জুলাই দুপুর বারোটায় প্রদর্শিত হবে ঝরা পালক।

লন্ডনপ্রবাসী ব্লগারদের অথবা যারা এইমুহূর্তে আছেন সেখানে, তাদের ছবিটা দেখবার/অন্যকেও দেখতে বলার আমন্ত্রণ জানাই। রুদ্র পরিচালক ঝরা পালক বিস্তারিত : http://www.rainbowfilmfestival.co.uk/full programme.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।