কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
সুবেহ সাদেকে বসে আলো ও আঁধার
করিয়াছো জুদা হেঁকে 'কুন' ওঙ্কার।
পড়ে থাকে মূর্ছিত বস্তুর কণা
তাকে ঘিরে বিহ্বল ফোটনের ফণা।
আহত আলোর চোখে লাগে যেন ঘোর
হেরিলো দ্রষ্টা হয়ে পহেলা সে ভোর।
আলাদা হয়েছে বটে কাটেনি আবেশ
বস্তুতে হতে চায় তাই নিঃশ্বেষ।
বস্তু অবাক হয়ে তাকিয়ে যে থাকে
বোঝে না সে টেনে বের কে করেছে কাকে।
আশ্লেষে শুষে নিতে চায় সমধিক
একভাবে অভিভূত সমান শরিক।
সৃজিয়াছো দৃশ্যের কুশলী কুহক
বস্তু জাগায় চোখে আলোর পুলক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।