আমাদের কথা খুঁজে নিন

   

সাম ইন আর জমছে না?



http://chanachur.yolasite.com/golpo.php আজও একজন কে ডেকে আনলাম সাম ইন এ, কিন্তু জানি না তার ধৈর্য কতক্ষণ থাকে। কারণ সাম ইনে আর আগের মতো জৌলুস নাই। কী করা যায় বলুনতো! হয়ত কেউ কেউ মতবিরোধ করবেন কিন্তু তাতে কি সত্য চেপে যাবে? আগে কিছু লেখা পেতাম যাতে জ্ঞানের অনেক কিছু ছিল, এমন কিছু লেখা পেতাম যাতে আনন্দ পেতাম এখন? অনেক ভালো লেখায়ও হিট নাই। কিছু লেখকের লেকায় অনেক হিট আর কিছু লেখায় হিট নাই। অথচ হিটসংখ্যা কম লেখাগুলোই অপেক্ষাকৃত ভালো।

এতে কী মনে হয়? জানি না কে কি ভাবছে। তবে এরকম একটা বাংলা সাইট বেঁচে থাকুক এটা চাইবে সবাই। আর সেজন্য সা.ইনকে নতুন করে ভাবতে হবে... সে কি তার নিজের গণ্ডিতেই আটকে পড়ে থাকবে? একই বিষয় নিয়ে কথা বলতে বলতে ...পাঠককে বিরক্ত হতে দেবে? নাকি একটু মোড় ঘুরবে?...সব ধরণের পাঠক লেখক যেন এখানে আসে সেরকম লেখাই আসা উচিৎ। যদিও তার বলবেন লিখছেন আপনারাই? হ্যা আমরাই লিখছি...কিন্তু কিছুলোক কিছু বিষয়কে বরাবর জিইয়ে রাখে...এর ফলে যেমন বৈচিত্র হারায় তেমনি প্রশ্নবিদ্ধ হয় নিরপেক্ষতা। যেমন ধরুন মুক্তিযুদ্ধ আর রাজাকার বিষয়! এ নিয়ে এতো কথাই হয়েছে যে এখন আওয়ামী ঘরানা থেকেই ভাবা হচ্ছে যে এতোদিন যারা বিচার চেয়ে আসছে তারা আদৌ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি না? বলা হচ্ছে বিচার দ্রুত করার কথা বলে যেন বিচার থেকে কারও রেহাই পাবার ব্যবস্থা না হয়।

.... অর্থাৎ এখন আর এ বিষয় নিয়ে কথা না বলে ছেড়ে দেয়া উচিৎ সরকারের উপর। জনগণের দায়িত্ব ছিল নির্বাচনে মৃক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে নির্বাচিত করা। ব্যাস! এখন আস্থা রাখা উচিৎ.... দেখি সরকার কী করে। এই নিয়ে তর্ক-বিতর্ক করে আর এনার্জি নষ্ট সাহিত্যের প্রকৃত পরিবেশ নষ্ট করা উচিৎ হচ্ছে না। আসুন সবভুলে একাত্ম হয়ে সৃজনশীল কাজে মনোযোগ দিই।

সা.ইনের একটা ধারা শুরু হয়েছে মানবিক আবেদন...এটি অস্বীকার করার জো নেই। কিন্তু প্রতিদিন প্রতিমুহূর্তে কার্ও না কার্ও মানবিক আবেদন শুনতে শুনতে ভোতা হয়ে যাচ্ছে আমাদের মানবিক বোধ....এখন যেন সবার গা সহা...এরকম আবেদন থাকবেই, দিলেও যা না দিলেও তা। ... আমার অনুভূতির যায়গাগুলোকে সঙরক্ষণ করতে হবে। বারবার আঘাত করে এর সৌন্দর্য নষ্টকরা কি ঠিক? বিজ্ঞাপনগুলো আবার সেই একই ধাঁচের থিম নিয়ে কাজ করছে। সব একঘেয়ে লাগছে....যে অনুভূতিটা মানুষের সবচে আপন তাকে প্রতিনিয়ত এভাবে ভাঙতে ভাঙতে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?..... মৃতের জন্য আড়াইদিনের শোক বলে একটা কথা আছে... বেশি কান্না কিন্তু আর সহমর্মি করে না মনে হয় নাটক! আমরা কি আমাদের রক্ষিত সম্পদগুলো আবেগের সম্পর্কগুলোকে এভাবে ঠুনকো করে দিতে চাই?.... আসুন কিছু রিজার্ভ এলাকা রাখি যেখানে সচরাচর কেউ আঘাত দেবে না।

.... তাহলেই আমরা মানুষ হতে পারবো নয়ত হবো অভিনেতা, রোবট বা অন্যকিছু....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।