আমাদের কথা খুঁজে নিন

   

হে পথিক

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!

হে পথিক, মনে গ্লানি তোমার চোখে হতাশা কেন মুখ মলিন, তুমিত গন্তব্যের পানে হাটছ, দিনান্তের রাত ফুরিয়ে আবার ভোর হবে জেনেও কেন ভয়ত্রস্ত হয়ে আশ্রয় মাগ? তুমি আজ এখানে কাল ওখানে, কদ্দিন পর সবার পর হয়ে আপন ঠিকানায় চলে যাবে জেনেও কেন সুখেরবাসর বানাচ্ছ? লাল নীল রং দেখে জানি তোমার নয়ন হয়েছিল স্বপ্নিল। কিন্তু বাস্তবতাতো তুমি জান, সব পড়ে থাকবে, সাথে যাবে শুধু কর্মফল, তোমার যত রঙ্গিন স্বপ্ন ভাদ্রের মেঘের মত হবে লিন। অদ্য মন বেশ ভালো নয় কবিতা পড়ে কারু মন খারাপ হলে ক্ষমা করে দেবে ছবি নেট থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।