সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
এক রাতে স্বপ্নে দেখেছিলাম তোমাকে (গীতিকবিতা-২)
এক রাতে স্বপ্নে দেখেছিলাম তোমাকে
যখন ছিলেনা পাশে, তুমি আমার ই পাশে, যখন ছিলেনা পাশে
ফুলের রানী ফুলের মাঝে ফুলেল হাওয়াতে
ভূষন উড়ছে আকাশে, যেমন মেঘের রথে সে, যেন উড়ছে আকাশে
দেখি, মেহদি হাতে নুতন শাড়ি তোমার পরনে
কেহ, পুস্প নিয়ে দাঁড়িয়ে আছে তোমায় বরনে
চারিদিকে বাতাস ভারি হয়ে গিয়েছে
তোমার চুলের সুবাসে, চুলের খোঁপার সুবাসে, তোমার চুলের সুবাসে
যেন, পরীর দেশের রাজকন্যার মিলন আয়োজন
শেষে, বধু বেশে প্রিয়র পাশে তোমার আগমন
বাসর আমার ধন্য হলো তোমার আবেশে
তোমার মধুর পরশে, মধুর সলাজ পরশে, তোমার মধুর পরশে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।