আমাদের কথা খুঁজে নিন

   

আমি এক অসহায়!!!!

পরিবর্তনে বিশ্বাসী

আমি এক অসহায় মানব জীবনের শুরু থেকে দেখিতেছি আনন্দ বেদনা মিলেই জীবন সকাল বেলার শিশিরের মত আনন্দ আসে জীবনে মহুর্তে আবার ঝড়ে যায়। আমি এক অসহায়, আমি এক অসহায়। । আমি এক অসহায় পথিক পথ চলতে দেখি কত শত দেখি দরিদ্র ও ধন্যাঢ মানুষ সব, কত অসহায় পথিক, কত অসহায় মানব- এইতো জীবন, এইতো জীবন। আমি এক অসহায়, আমি এক অসহায়।

। আমি এক অসহায় প্রেমিক প্রেমকে জীবন ভেবে প্রেমিকার হাত ধরে ভেসে ইচ্ছে করে কোন এক অরন্যে আর যখন ব্যাথা দেয় সেই সবচেয়ে কাছের মানুষটি তখন দেবদাস হয়ে বলি জীবনের সবকিছুই মিথ্যে আর মিথ্যে। আমি এক অসহায়, আমি এক অসহায়। । আমি এক অসহায় নায়ক চাই জীবনে বড় রকম প্রতিষ্ঠা কিন্তু মেলেনা স্বপ্নের সেই স্বাধটা।

বড় হওয়ার লোভে মঞ্চে চড়ে থাকতে চাই সারাক্ষন কিন্তু পারিনে, পারিনে। আমি এক অসহায়, আমি এক অসহায়। । আমি এক অসহায় চাকর মালিক যখন বলে কাজ করতে করে যাই কাজ মনের অজান্তে ভূল হয় যখন মালিক মানতে চায় না তখন সেই ভূলকে ঘিরে কত শত হয়। আমি এক অসহায়, আমি এক অসহায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।