কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
তুমিই আশেক প্রভু তুমিই মাশুক
তুমিই মুক্তো সেই তুমিই ঝিনুক
বঙ্কিম ধনু ফের সটান সে ছিলা-
ছুঁড়ে দাও তীর নামে এশকের লীলা।
তুমি সে নূরের বাতি যার আলো তুমি
তুমি সেই ঝুমঝুম তুমি ঝুমঝুমি।
তুমি তো তোমার ভাবে হয়ে আছো লীন
সলীল সলিল তুমি, তুমি তাতে মীন।
ইনসান মশগুল তোমার সে ভাবে-
ফানা হয়ে বাকা হয়ে তোমায় সে পাবে।
ভুলে যায় খেলাফত হয়ে সে বেহুঁশ
ছায়াপথে উড়ে তার রুহের ফানুস।
লীলার খেলায় তুমি হয়েছো জাহির
তোমার ভেতর যাহা তাহাই বাহির।
http://www.somewhereinblog.net/blog/lonewolf/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।