সম্প্রতি এলজি ‘জি প্যাড’ ট্যাবলেট ডিভাইস সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। ফুল এইচডি ডিভাইসটি অ্যান্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সিস্টেমে চলবে। এতে ২জিবি র্যাম ও ১৬জিবি মেমোরি ব্যবহার করা হয়েছে। কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ প্রসেসরের ট্যাবলেটটি ১.৭ গিগাহার্টজ গতিতে ডেটা প্রসেস করতে পারবে। এছাড়া ডিভাইসটির সামনে ১.৩ মেগাপিক্সেল ও পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
দাম প্রকাশ না করলেও এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের শেষ প্রান্তিকে এশিয়া, ইউরোপ ও আমেরিকায় ট্যাবলেটটি পাওয়া যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।