ইতিমধ্যে মি. আশরাফুল বলে দিয়েছেন..........পিনাক রঞ্জন নাকি কুটনৈতিক শিষ্টাচার লঙ্গন করেন নি। অথচ সম্প্রতি দীপু মনি সংবাদ সম্মেলন করে বলেছেন তিনি কুটনৈতিক শিষ্টাচার লঙ্গন করেছেন। আমরা কোনটা বিশ্বাস করব?
এর পূর্বে ভারতীয় পররাষ্ট্র সচিবের উপস্থিতিতে এক সাংবাদিক প্রশ্ন করিছিল, বাংলাদেশ ভারতের বাফার স্টেট কিনা? এত দীপু মনি নিরুত্তর থাকলে প্রতিবাদের ঝড় ওঠে। তখন আশরাফ বলেছিলেন তিনি বিষয়টা বুঝতে পারেননি।
আবার প্রধান মন্ত্রীর সফর শেষে দেশে ফিরে এসে তিনি বলেন, গত সাত বছরে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান সৌদি বাদশাহর সাথে সাক্ষাৎ করল । এ নিয়েও প্রতিবাদ কম হয়নি।
সরকারের মন্ত্রীদের কথায় মনে হচ্ছে, দেশ মন্ত্রীরা না চালিয়ে অন্য কারো নির্দেশনা অনুযায়ী চালাচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।