আমাদের কথা খুঁজে নিন

   

ওহ! বৃষ্টি আসার আর সময় পেল না

দেহটা প্রবাসে,আর মন স্বদেশে।যেখানে আমার জন্ম,বেড়ে উঠা সর্বোপরি আমার মাতৃভূমি ওহে বাংলাদেশ,যতদিন বেঁচে থাকি যেন তোমাকে ভালবেসে যেতে পারি।প্রার্থনা করি বিধাতার কাছে তুই যেন তোর সন্তানদের আগলে রাখতে পারিস প্রতিবেশীর ষড়যন্ত্র থেকে।দীর্ঘজীবি হোক বাংলাদেশ

ওয়েষ্ট ইন্ডিজ বনাম ইন্ডিয়ার চলতি ওয়ানডে সিরিজের ৩য় ওডিআই শুরু হলো সেন্ট লুসিয়াতে।খেলা দেখছি লাইভ টেন স্পোর্টস থ্রো থ্রিজি মোবাইলে।টস জয়ী ভারত অধিনায়ক ধোনি ক্রিস গেইলকে ব্যাট করতে আমন্ত্রন জানানোর পর প্রথমে গেইল শুরু করল নিজের ঝড় ১৪বলে ২৭রান করে নেহেরার বলে আউট।এরপর থেকে আসল বৃষ্টির খেলা আসতেছে আবার যাইতেছে..........সর্বশেষ স্কোর:-৯.৩বলে ৫৭/১.ক্রিজে আছেন মর্টন১১এবং সারওয়ান১৫রানে অপরাজিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।