গত এক বছরে আমার চারটা cousiner বিয়ে হলো। মোটামুটি সবারই বিয়ের সময় আমি দেশে ছিলাম, at least কেনাকাটার সময়। আমার এই ভাই বোনগুলো আমারই সমবয়সী, so in some ways I feel like ওরা আমাকে ফেলে চলে গেল।
ওদের বিয়ের শপিঙের সময় আমিও যাই। শাড়ি গয়না কত কিছুই আমার পছন্দ হয়, কিন্তু কেনার কথা বললেই মা-খালারা তেড়ে আসে; "তোমার তো এখন বিয়ে না, তুমি এই গুলা দিয়ে কি করবা?" [granted that আমার নিজের income নাই, since I am still a student, কিন্তু ওরাতো student থাকাকালিন বিয়ে করসে।]
কেন, খালি বিয়ের জন্য সবকিছু আটকায়ে থাকবে? আমার অন্য achievementগুলার কোনই মূল্য নাই?
[খুবই মন খারাপ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।