আমাদের কথা খুঁজে নিন

   

রূপ ও অরূপ

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি

দাঁড়িয়েছি কোহেতুরে আঁখি অপলক না দাও হে দেখা, দাও নূরের ঝলক কামনার কায়া হোক সুরমা মিহিন রুহের সহিত হোক অচিনের চিন। তোমারে না দেখি যদি থাকিতে হায়াত না দেখিলে নিখিলের লুকানো আয়াত কী লাভ থাকিয়া প্রভু এই কানা চোখ? শিখাহীন জ্বলে দুই হাবিয়া দোজখ। জ্যোতির পরাগ মেখে নয়নের তারা করে নাও অরূপের ভাব-দেশে হারা নূরের আগুনে পুড়ে মাংসের কায়া হোক খাক ছায়াহীন, উবে যাক মায়া। তা নাহলে নিজে তুমি রূপে ধরা দাও রূপ আর অরূপের ফারাক ঘুচাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।