আমাদের কথা খুঁজে নিন

   

::: বাদল দিনের গান :::

"যুদ্ধপাপীদের শাস্তি চাই"
ষড় ঋতুর দেশ এই আমাদের প্রিয়শ্রেষ্ঠ্য বাংলাদেশ। পৃথিবীর আর কোন দেশেই নেই এমন ঋতুর বৈচিত্রতা। আর প্রতিটি ঋতুকে জড়িয়ে আছে আমাদের সকলের জীবন-যাপন। সুরের ব্যকরণও এই ক্ষেত্রে কোন কালে কার্পণ্য করেনি। গীতিকার বলুন, কবি বলুন আর লেখক, গল্পকার, ঔপোন্যাসিক অথবা ছড়াকার, সবাই এই ঋতুর গুলোর মর্মার্থ, অনুভূতি, বিশ্লেষণ আর জীবযুক্ততাকে তুলে দিয়েছে আমাদের চোখে, কানে ও মুখের মাধ্যমে অন্তর-গভীরে।

গ্রীষ্মের দাহবাকে ডিঙিয়ে ষড় ঋতুর দ্বিতীয়াতে আছে বর্ষা। আষাঢ় আর শ্রাবণ। যেন, প্রণয়ের আষ্টে-পিষ্টে বাঁধনে-বন্ধি যুগল। বাদল দিনের গান গুলোই যেন মানুষের মনে প্রেমের উদারতা বাড়ায়। তাই, আসুন, এই বাদল দিনের কিছু মধুময় গান আর সংগীতের তালিকা খুঁজি এবং শুনতে থাকি।

বাদল দিনে ভাল লাগা গান ও সংগীত গুলোর নাম, যথার্থে ইন্টারনেট থেকে নামিয়ে আনার ঠিকানা গুলো মন্তব্য আকারে দেয়ার জন্য সকলকে বিনীত করছি। শুভ হোক আপনার বাদল দিন। :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: আপডেট: [ গানের লিংক সমূহ ] ১। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে ২। বরষার প্রথম দিনে ৩।

বাদল দিনের প্রথম কদম ফুল ৪। আমি আজ ভেজাবো চোখ ৫। বৃষ্টি বন্ধী ৬। এক বরষায় ৭। পাগলা হাওয়ায় বাদল দিনে অথবা (শুধু সংগীত) ৮।

অনেক বৃষ্টি ঝড়ে ৯। এলো বৃষ্টি কি আনন্দ ১০। শ্রাবণ দিনে ভিজে ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' আপডেট সময়: ৬টা ১৫
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।