আমাদের কথা খুঁজে নিন

   

web link বুকমার্ক করা নিয়ে কিছু সমস্যা এবং সমাধান



ওয়েব লিংক বুকমার্ক করার জন্য কিছু টুলস সাধারনত ব্রাউজার (যেমন মজিলা, ক্রোম ,ইন্টারনেট এক্সপ্লুরার ইত্যাদি) এর সাথে থাকে। মজিলা এর জন্য এর বুকমার্ক নামে একটা টেগ থাকে অনুরুপ ক্রোম এর জন্য ও আছে যেগুলা লোকালি সেভ করা যায়। ইন্টারনেট এক্সপ্লুরার এর জন্য যেটা Favourite name থাকে। কিন্তু প্রবলেব হল অন্য কম্পিটার থেকে এইটা একসেস করা। যেমন আপনি যদি বাসার কম্পিটার থেকে মজিলার বুকমার্ক গুলা অফিসে ব্যবহার করতে চান।

তখন সমাধান যে রকম করা যায় তা হল..... ১.আপনি বাসার মজিলার বুকমার্ক এক্সপোর্ট করে অফিসের মজিলা তে ইম্পোর্ট করতে পারেন। ২.আপনি গুগুল বুকমার্ক ব্যবহার করতে পারেন। মজিলাতে আপনি গুগুল টুলবার ব্যবহার করতে পারেন। ওখান থেকে আপনি সরাসরি মজিলার বুকমার্ক গোলা গুগুল বুকমার্ক এক্সপোর্ট করতে পারেন(html form a) । আবার আপনি অফিসে গুগুল বুকমার্ক থেকে এক্সপোর্ট করে মজিলাতে ইম্পোর্ট করতে পারেন।

৩.গুগুল বুকমার্ক এর কথা আমি বলেছি ইতমধ্যে। http://www.google.com/bookmarks/ ৪.আপনি অন্য ওয়েব ঠিকানা ব্যবহার করতে পারেন যেমন Delicious(http://delicious.com/),Digg(http://digg.com/) ইত্যাদি । আমি Delicious ব্যবহার করি। এইটাতে লিংক গুলা public,private করা যায়। কিন্তু Digg এ প্রাইভেট করা যায় না, ওখানে সব শেয়ার করতে হয়।

সবার প্রতি শুভকামনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।