Every emotion have a feelings. But every feelings have no emotion.
মাপ করবেন! আমি নৌকা বা ধানের শীষ মার্কার জন্য ভোট চাচ্ছি না। আমি আপনার মূল্যবান ভোটটি চাচ্ছি বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য (New Seven Wonders of Nature) তালিকায় আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন এবং গঙ্গা নদীকে তালিকার শীর্ষস্থানে নিয়ে যাবার জন্য।
আমি নিশ্চিত, ব্যাপারটি সবাই জানেন, যাঁরা সত্যি সত্যি জানেন না তাঁদের জ্ঞাতার্থে সংক্ষেপে জানাচ্ছি, সুইজারল্যান্ড ভিত্তিক একটি ফোরাম, "The New7Wonders Foundation" এই ক্যাম্পেনটি শুরু করেছে, যার আওতায় সাতটি ক্যাটাগরীর থেকে প্রাথমিকভাবে ৭৭টি নমিনি (স্থান) এবং পরবর্তীতে সেখান থেকে তাদের প্যানেল ২১টি নমিনি কে চুরান্তভাবে ভোটাভুটির জন্য নির্বাচিত করবে। সেখান থেকে ভোটারদের ভোটের ভিত্তিতে নির্বাচিত হবে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য। সেই তালিকাটিতে যাতে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন এবং গঙ্গা নদী স্থান পায়, সে জন্য আপনি আপনার ভোটাধীকার প্রয়োগ করুন।
ভোট দেয়ার জন্য নিচের সাইটটিতে ব্রাউজ করুন
http://www.new7wonders.com
ভোট দেয়ার জন্য আপনার বয়স ১৩ বছরের বেশী হতে হবে এবং একটি ই মেইল ঠিকাণার প্রয়োজন হবে। একাধীক মেল এ্যাড্রেস থাকলে আপনি একাধীকবার ভোটপর্বে অংশ নিতে পারবেন।
যাঁরা এখনও ভোট দেন নি, তাদের প্রতি অনুরোধ এখনই ভোটটি দিন। আর যাঁরা ইতিমধ্যেই ভোট দিয়েছেন, তাঁদের প্রতি অনুরোধ আপনার অন্য আরেকটি ই মেল এ্যাড্রেস ব্যাবহার করে আরেকটি ভোট দিন।
মনে রাখবেন, ভোট দেয়ার সর্বশেষ সময় জুলাই মাসের ৭ তারিখ মধ্যরাত(আর মাএ ৪ দিন বাকী)।
আমাদের দেশের জন্য এইটুকু কী করতে পারি না আমরা? আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত কে
বিশ্বের দরবারে তুলে ধরার এমন সুবর্ণ সুযোগ আর হয়তো আসবে না। স্বীদ্ধান্ত আপনার। কী করবেন আপনি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।