আমাদের কথা খুঁজে নিন

   

A Man Who Born Black and Died White



মাইকেল জ্যাকসন, জন্ম একটি নিম্ন আয়ের আফ্রিকান আমেরিকান পরিবারে। কৃষ্ণাঙ্গ হবার অপরাধে একজন কালো মানুষকে আমেরিকায় যেসব বৈষম্যের স্বীকার হতে হয়, তার কোনটাই কোন অংশে কম জোটেনি তার। এই বৈষম্যের বেড়াজালেও তিনি প্রতিভার গুনে শৈশবেই স্থান করে নিয়েছিলেন মানুষের মনে। বাবার গিটারে হাতে খড়ি, এর পর পাঁচ ভাই-বোন মিলে জ্যাকসন ফাইভ ব্যান্ড গড়ে বাজানো শুরু করেন। কিশোর জ্যাকসনের কন্ঠ জয় করে নেয় শ্রোতার হৃদয়।

বয়সের সাথে সাথে সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেলেন অনেক দূর। সদ্য কৈশোর পেড়োন জ্যাকসন আমেরিকান সঙ্গীত জগতের সবচেয়ে উজ্জ্বল তারকা। যেখানেই গান করতে যান, হৈ চৈ পড়ে যায়। একজন কৃষ্ণাঙ্গ শিল্পী হয়ে তার মতো বিশাল তারকাখ্যাতি কোন শেতাঙ্গও পাননি। তারকাখ্যাতির শিখরে উঠে সিদ্ধান্ত নিলেন, আর কৃষ্ণাঙ্গ থাকবেন না।

এমনি ব্যাবস্থা করবেন যে কৃষ্ণাঙ্গ বলে কেউ যেন আর হেয় করতে না পারে। ধীরে ধীরে তিনি শ্বেতাঙ্গ হওয়া শুরু করলেন। কালো মানুষ হয়ে জন্ম নিয়ে তিনি বঞ্চিত হয়েছেন। শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত স্থানগুলোতে প্রবেশাধিকার ছিল না। তারকাখ্যাতি তাকে সেই প্রবেশাধিকার দিয়ে থাকতে পারে, কিন্তু তিনি তাতে সন্তুষ্ট ছিলেন না।

প্রবেশাধিকার তাকে ছিনিয়ে নিতে হবে, দান গ্রহনে তার আপত্তি। তিনি প্রবেশাধিকার ছিনিয়ে নিলেন শ্বেতাঙ্গ হয়ে। একজন কালো মানুষ টাকার বিনিময়ে গায়ের রঙ কিনে নিচ্ছে, পৃথিবীর সব সাদা মানুষের তাকিয়ে তাকিয়ে কেবল দেখা ছাড়া কোন উপায় ছিল না। সাদা মানুষদের সংরক্ষিত দূ্র্গ একজন মাত্র কালো মানুষ এসে দখল করে নিল। জ্যাকসন প্রমান করে ছাড়লেন গাত্রবর্ণও কিনে নেয়া যায়, তিনি সেটা করে দেখিয়েছেন।

তিনি ভয়ানক চড়া মূল্যে গাত্রবর্ণ কিনেছিলেন। মাইকেল জ্যাকসন নামের সেই শ্বেতাঙ্গ গায়ক আজ তাঁর শ্বেতাঙ্গ হবার মূল্যের শেষ কিস্তি পরিশোধ করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।