আমাদের কথা খুঁজে নিন

   

আজ শ্রাবণ এলো...

ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।

শ্রাবন এলো গায়ের পথে শ্রাবণ এলো মাঠে শ্রাবণ এলো নদ নদীতে শ্রাবন এলো ঘাটে কিলবিলিয়ে জল খেলিয়ে বন বাদাড় আর মাঠ পেরিয়ে অঝর ধারায় যেন সদায় ঝরে ব্লগ ঘিরে শ্রাবন মেলা লেখা লেখি জলের খেলা ভাবনাকে আজ ভাসাই আনমনে প্রকাশি সব হৃদি কথা নিত্য যাহা ঘটে যথা আনমনে সব আসে হিয়ার কোনে সবাই মিলে ব্লগে ভাসি উঠুক ফুটে ‍মুক্ত হাসি ‍ঘুচুক যত দুঃখ আছে মনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।