এই পথে আলো জ্বেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে
আগামী ২২ জুলাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে। সূর্যগ্রহণ হয়তো অনেকেই আমরা দেখেছি। কিন্তু পূর্ণগ্রাস একটু ভিন্ন ধরণের সূর্যগ্রহণ। চাদ পুরো সূর্যকে ঢেকে ফেলবে। গ্রহণ স্থায়ী হবে তিন মিনিট সাড়ে আটান্ন সেকেন্ড।
আর, আগামী ১০৪ বছরের মধ্যে, বাংলাদেশে কোন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। খুবই দুর্লভ এই দৃশ্য।
নিচের ছবিতে দেখানো হয়েছে কেন সূর্যগ্রহণ হয়। লক্ষ্য করুন, পৃথিবী সূর্যের চারিদিকে আর চাদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। কখনো কখেনো পৃথিবী আর সূর্যের মাঝে চাদ চলে আসে।
তখন পৃথিবীর গায়ে যেখানে চাদের যে ছায়া পড়ে, সেখানে মনে হয়, সূর্যকে কাল কি যেন একটি ঢেকে ফেলছে। প্রাচীন মানুষেরা ভাবত, অপদেবতা বোধ হয়!
নিচের ছবি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের।
সূর্যগ্রহণে যদি ডায়মন্ড রিঙ দেখা যায় তাহলে তো তা জীবনের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। ডায়মন্ড রিঙ গ্রহণের একটি বিশেষ পর্যায়, যখন গ্রহণ লাগা সূর্যকে একটি হীরার আংটির মত মনে হবে। ডায়মন্ড রিং হলো এটি,
কিভাবে গ্রহণ দেখবো? গ্রহণে আরো কি কি দেখার আছে? সূর্যগ্রহণ নিয়ে কি কি কুসংস্কার আছে? আপনি জানেন কি যে এই অসাধারণ দৃশ্যটি দেখার জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে? কোথায় কোথায় পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে? এ সব নিয়ে সামনে লেখার ইচ্ছে রইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।