আমাদের কথা খুঁজে নিন

   

পথ হারানো পথিক................ Mehnaz Hoque Rocky's Notes

মানুষ যা কল্পনা করতে পারে, তা সে অর্জন করেত পারে।

জীবনের প্রতি মোড়ে ঘুড়ে দাড়িয়ে আবার নতুন ভাবে পথ চলা , সে বড় কঠিন আর জটিল । দূর্গম মনে হয় তখন সরল পথটিকেও ,একবার পথচ্যুত পথিক তাই তার সঠিক পথের সন্ধান পায় বহু কষ্টে । । দৃষ্টিতে তার যতটুকু ধরে শুধু ধু ধু প্রান্তর চখে পড়ে ,মরিচিকা বারে বারে তার সনে ছলনায় মেতে উঠে ।

প্রকৃ্তি যেন তার সাথে কোনো দুরভিসন্ধি করে । আনমনে তপ্ত সুর্য তার পানে চেয়ে পরিহাস করে। । এ যেন এক কঠিন ও তম কাজ । সেই মহানের যেন এক জটিল হিসেব।

তবুও পথিক চলে তার নব প্রেরনা নিয়ে আর প্রকৃতির অনবদ্য সৃষ্টির মাঝে হারিয়ে যায় । তবুও তার পথচলা থামে না ছুটে চলে অদিষ্টের সন্ধানে ,তার সাফল্যের দিশাকে । ক্লান্ত দুচোখে সপ্নজাল বুনে,রং আর তুলিতে সাজায় তার কল্পতলাকে। পরিশ্রান্ত সে পথিক তবুও থামে নি ধীরে ধীরে এগিয়ে চলেছে , হয়ত কোনো একদিন খুজেঁ পাবে তার সেই পথকে ,সকল মুড়তাকে পিছনে রেখে তাই তার পথচলা । আবার হয়ত থেমে যাবে তার চলার গতি ; নয়তো সে হারিয়ে যাবে চিরতরে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।