আমাদের কথা খুঁজে নিন

   

মন আমার - the inspirational one

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

১৯৯৪, প্রথম অ্যালবাম শুনতে কি চাও। অঞ্জন দত্ত তার নাম। এর আগে শুধু সুমনের গানগুলো জীবনের কথা বলে যেতো আমার কানে কানে। সুমনের চার চারটে (তোমাকে চাই, বসে আঁকো, ইচ্ছে হলো, গানওয়ালা) অ্যালবাম তখন সংগ্রহে। ক্যাসেটের যুগ।

টেপরেকর্ডারে বেজে যেতো অবিরাম। অবসর অথবা কাজের ফাঁকে ফাঁকে। অঞ্জন আসলো একটা মেলোডিয়াস আমেজে। যখন প্রথম বেজে ওঠলো "শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুরো সুর.. ." কেমন জানি আবেশে হারিয়ে গেলাম... চোখে ক'ফোঁটা অশ্রু এসেছিলো আজো ও ছবি ভেসে ওঠে। বয়স তখন খুব বেশী নয় আমার।

ছেলেমানুষ আমি... আজও ছেলেমানুষ-ই আছি। 'মন আমার' গানটা কীভাবে অবলীলায় স্বীকারোক্তি দিয়ে যায়... কোনো সংকোচ নেই সত্য বলায়... অঞ্জন কী সহজ ভাবে বলে দিলো সুমন চট্টোপাধ্যায় (কবির সুমন) তার গানের জগতে আসার উৎসাহ। শুনলাম তোমাকে চাই .... এভাবেই হোক যাপিত জীবনের ছুটে চলা। সহজ স্বতঃস্ফুর্ত। ।

কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে- উঠলো নেচে অনেকের প্রাণ.... তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে শোনায় তোমার কথা আমায় প্রায়ই তাই শুনলাম তোমার কথা, গান শোনার ছলে শুনলাম তোমাকে তাই অনেক কথা কতো কথা কথো-কথার সুরে ভরে গেলো ভেতরটা আমার ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে আমার ইচ্ছে হলো বাজাতে গীটার মন আমার... মন আমার... মন আমার... মিথ্যে কথায় হারিয়ে যাওয়া ব্যর্থ এ বাজারে অর্থ নিয়ে এলো তোমার গান গানের ভাষা নতুন আশায় উঠলো নেচে তোমার কথায় উঠলো নেচে অনেকের প্রাণ সত্যি কথা সহজ করে বলার সাহস পেলাম ফিরে কোথায় যেনো ভেতরে আমার কথার নেশা ছড়িয়ে দেবার ইচ্ছেটা যে হলো আমার ইচ্ছে হলো বাজাতে গীটার মন আমার... মন আমার... মন আমার... গানের কোনো প্রস্তুতি নেই, নেই যে শেকড়-বাকড় পালকোশ কি পিলু ভৈরবী গলায় আমার নেই যে কোনো রেওয়াজ করার স্বভাব এই অভাব আমার থাকবে চিরদিন আমার শুধু ছিলো আছে কাঠখোট্টা বাস্তবটা দিবারাত্রি আপোষ আর আপোষ রবীন্দ্র কি গণসংগীত কোনোটাই ঠিক দিচ্ছিলো না বুকের ভেতর রেগে উঠার রোষ গানটা আমার গাইবার এই ইচ্ছেটা যে ছিলো নাকো কানটা ছিলো শুধু শোনার অভ্যেসটা ছিলো কথার তালে কথার জবাব দেবার কথা কেড়ে নেবার স্বভাব তোমার কথার সূত্র ধরে পথ হারিয়ে নতুন করে ইচ্ছে হলো কথাটা বলার কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে আমার ইচ্ছে হলো বাজাতে গীটার মন আমার... মন আমার... মন আমার... তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে শোনায় তোমার কথা আমায় প্রায়ই তাই শুনলাম তোমার কথা, গান শোনার ছলে শুনলাম তোমাকে চাই অনেক কথা কতো কথা কথো-কথার সুরে ভরে গেলো ভেতরটা আমার ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে আমার ইচ্ছে হলো বাজাতে গীটার মন আমার... মন আমার... মন আমার... # অঞ্জনের মন আমার # মন আমার - অঞ্জন এবং শিমুল মুস্তাফা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।