আমাদের কথা খুঁজে নিন

   

ভাই আমারে দালাল বলে অনেক সম্মান করলেনরে ভাই, এত সম্মান আগে কেও দেয়নি।

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা ওকে, ভাই আর কমেন্ট করবো না। খুনি ,ধর্ষক আর যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মই হতে দিতে চায়নি, যারা মুক্তিযোদ্ধাদের বলে বিচ্ছিনতাবাদী তাদের সমর্থকের পোস্টে কমেন্ট করতে চাই না। আপনাকে ফ্রেন্ড লিস্ট থেকেই বিদায় করে দিবো। গন্ধ ছড়াচ্ছে অনেক। আর চুরি দালালির কথা তো বলতেন? বিএনপি জামায়ত জোট টানা চারবার দুর্নীতিতে চ্যাম্পিন্স।

সো কে বেশি দুর্নীতি বাজ তাঁর আর কোন ব্যাখ্যা দিতে হবে বলে মনে হয়না। আর দালালী?ঠিক আমি দালাল। বাংলাদেশের দালাল। ৭১এ পাকিস্তানী আর তাদের পা চাটা রাজাকাররা মুক্তিযোদ্ধাদের কে দালাল ই তো বলত। আর আমি তো কোথাকার কন শরীফ।

আমারে ভাই দালাল বলে অনেক সম্মান করলেন। এক ছাগুরে গদাম খাইয়া কয় আর কমেন্ট করতে না। তাই এই শেষ কমেন্ট করে ওরে বিদায় করে দিলাম। আমি হতবাক হয়ে যাচ্ছি জামায়াত শিবিরের সমর্থক দিয়ে ফেসবুক ভর্তি। এতো এতো ছাগু.  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।