সুন্দর সমর
আমাগো গারমেন্টের মানুষরা গুলি খায়।
মরে।
ওগো কপাল। মউত সব সময়ই থাকে।
এম্নেও মরত,
এখন খবরের কাগজে নাম ছাপা হইবো,
টেলিভিশনে তাগো নিয়া বড়বড় কথা হইর
ডিজিটাল বাংলাদেশে অনেক রঙ্গ-তামাশা হইবো।
তয় যে মরছে সে ফিনিস।
তার পরিবার ফিনিস।
তারা ফিরবো না।
মরণের এইডাই বড় মুশকিল।
একবার মরলাম তো মরলাম।
গেলাম আর কি জন্মের মতো ছাটাই।
কি আর করা গরীব মানুষের কপাল।
কিন্তু আমাগো রাজ কপাল নিয়া জন্ম গ্রহণকারী বক বক বাণিজ্যের মন্ত্রী এখন কি কইবো!
আর কি কইবো পুলিশের আধা মন্ত্রী!
তিনি বোধহয় এখন রেস্টে আছেন।
বহুদিন তার চেহারা মোবারক টিভির পর্দায় দেখিনা।
শুনিনা তার দয়াল কথা বার্তা।
বিডিআর গন্ডগোলের সময়ও তিনি আছিলেন না।
আহারে আমার সোনার পোলা।
হেরা বিপদ আপদের সময় কই থাকে!
টের পায় কি কইর্যা বাতাস গরম হইতাছে!
আমাগো যদি ওই রকম একটা শিং থাকতো। ঘটার আগেই টের পামু।
তা হইলে কি আর গুলিতে মরি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।