আমাদের কথা খুঁজে নিন

   

একাকিত্ব(পরের....)

পড়ি, লিখি ও গান শুনি, আড্ডা দেই..

নীলা আজ নিজেকে এক পরিপূর্ন মানুষ ভাবে। সে বুঝতে শিখেছে বানিজ্যিক পৃথিবীটা মানুষের আবেগ অনুভুতিগুলো নিয়ে ব্যবসা করতে মরিয়া। ব্যর্থতাকে কেদাক্ত করে স্বপ্ন দেখাতে অর্হনিশি করে ছলনা । বাস্তবতার সাথে যার রাত দিনের ব্যবধান। তাই সৃষ্টিকর্তার অপার কৃপায় মনোমুগ্ধকর জগতকেও অবিশ্বাস্য লাগে।

যখন প্রকৃতির রঙ্গে হৃদয়ে পেখম মেলে পরশ বার্তায় জানায় স্বাগতম। নতুন বিস্মৃতি ও বিষন্নতার বৃত্ত থেকে জীর্ন পুরাতনকে কাল বৈশাখী ঝড় হয়ে ভেঙ্গে দেয়, শান্তির সন্ধানে, সম্মুখপানে। অসীম সৌন্দর্যে বদলে দেয় এই সবকিছু। যেখানে তপ্তদগ্ধ খাঁ খাঁ মরু প্রান্তরে সুখের হাত ছানি। তরুলতা ছেয়ে যায় সবুজ পাতায়।

তখনো একঘেয়েমী ঘিরে থাকে তার অন্তরে । আবেগী মনটা খুলে ধরার কোন স্থান যেন নেই। আপনমনে কথা বলা ছাড়া থাকে না আর কোন গতান্তর। তাতেও যেন ভয় । পাছে কেউ মনের কথা গুলো বুঝতে পারে।

তবুও শত অবিশ্বাস ও সন্দেহের মাঝে মন খোঁজে ফেরে সত্যিকারের কাছের মানুষকে ,যে হয়তো তাকে তার মতো করে বুঝকে , হবে বন্ধু। যদিও তা কোন দিন হয় না। তবুও আশায় বুক বেঁধে চলা। সমাজ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে মাড়িয়ে চলার আভাস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।