মিডিয়ার কর্পোরেট স্ট্রাকচার সব সময়ই বদলাতে থাকে। এর মূলে থাকে 'প্রফিট ম্যাকিং'এর লক্ষ্য। মার্যার এ্যান্ড এ্যাকুইজেশান,পেরেন্ট - সাবসিডিয়ারী ইত্যাদি নামের কুট চালে চলে 'পরফিট ম্যা্ক্সিমাইজেশানে'র খেলা। চলে অসুস্থ প্রতিযোগিতা। পর্দার আড়ালে চলে শিক্ষিত সুশীল মানুষের কদর্য আপোষ।
কথাগুলো মনে ঘোরপাক খাচ্ছিল যখন ' নেটয়ার্ক' মুভিটি দেখতেছিলাম। অনেক পুরাণ ছবি, বলা যায় নূহ নবী আমলের ছবি। তারপরেও বর্তমানে বাংলাদেশে ডিজিটাল মিডিয়া, ইন্টারনেট নেটয়ার্ক সম্পর্কিত কর্পোরেটগোলোর বর্তমান সময়ের কার্যকলাপের সাথে অনেক মিল খুঁজে পাওয়া যায়। টিভি প্রেজেন্টার হাওয়ার্ড ছাটাই হওয়ার কথা শুনে লাইভ অনুস্ঠান চলা কালে আত্মহত্যার হূমকি দেয়। তার মানসিক অবস্থা, কথা বার্তা ও আচরনের জন্য তাকে ' টেলিভিশনের ম্যাড প্রফেট আখ্যায়িত করে এবং তা পূঁজি করে তাকে দিয়ে নতুন প্রোগ্রাম শুরু করে সে কম্পানির টিভি ভিউয়ার রেটিং বহুলাংশে বাড়িয়ে দেয়া হয়।
লস ম্যাকিং কোম্পানি দেখতে থাকে লাভের 'টাকার প্রবাহ'। শেষে ঐ 'ম্যাড প্রফেটে'র কি হয় তা জানতে হলে মুভিটা দেখুন। মুভিটি ১৯৭৬ এ বেস্ট স্ক্রীনপ্লে সহ আরো অস্কার পায়। সিরিয়াস মুভি এবং এন্টারটেইনম্যান্ট গ্যারান্টেড। আই এম ডি বি রেটিং ৮.১০
হায়ার্ডের কিছু ডায়ালগের বাংলা করার চেস্টা করলাম
সাথে একটু কালার দিলাম।
আমার বলতে হবে না যে সব কিছু আজ নষ্ট। আমরা সবাই জানি সেটা। এটা এক রকম বিষন্নতা। অনেকেই বেকার আবার অনেকের চাকুরী হারাবার ভয়। টাকার মূল্য নেই, ব্যাংকগুলি দূর্ণীতিগ্রস্থ।
সন্ত্রাসীরা পাগলা কুত্তার মত পথে, অথচ কোথাও কেউ নেই, যে জানে কি করা উচিত। আমরা জানি শ্বাস প্রশ্বাসের বাতাস আজ দূষিত,খাদ্যদ্রব্য বিষাক্ত, খাবার অনুপোযোক্ত। স্বাধীনতাবিরুধীদের তেলেসমাতি বিঁচার,তারপরেও আমরা ঘরে বসে টিভি নিউজ দেখি, সামুতে পোস্টাই ' আজ চারজন মারা গেছে, প্রতিবন্ধি ধর্ষিত, বাসের চাঁকায় পিস্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু। এমনভাবে বলা হয় যেন তা হবারই কথা ছিল!!!আমি বলছি আপনারা জানালা খুলে হাত বাড়িয়ে চিৎকার করে বলুন 'আই এম এ্যাজ ম্যাড এ্যাজ হেল, এ্যান্ড আই এম নট গোয়িংটু টেক দিজ এ্যানিমোর'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।