আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ওসি সাহেব; আমাদের সেবা করতে করতে এখন যার নিজের জন্য সেবা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ...



ওসি সাহেব শব্দটা আমি প্রথম শুনি হয়তো বিটিভিতে বাংলা সিনেমায়। কখনো নায়কের বাবা ওসি সাহেব। কখনো নায়ক নিজে কখনো বা অন্য কেউ। কিন্তু বাংলা ছবিতে কাহিনী থাকুক আর না-ই থাকুক একজন ওসি সাহেব থাকবেনই। কারন শেষ দৃশ্যের আগের দৃশ্যে ওসি সাহেব সময় মতো না এসে সেই বিখ্যাত ডায়ালগ, ওমুক সাহেব আইন নিজের হাতে তুলে নেবেন না' না ছাড়লে ছবির দৈর্ঘ্য বেড়ে যাওয়ার সমূহ সম্ভবনা থাকে।

ওসি সাহেবের নেতৃত্বে একদল হাবিলদার প্রাগৈতিহাসিক বন্দুক নিয়ে ঠকঠক আওয়াজে ঢুকে সবগুলো খারাপ লোককে ধরে নিয়ে একই সাথে নায়ক নায়িকার ফ্যামিলি এবং পরিচালককে উদ্ধার করে। যেখান থেকে শোনা যায়, থ্যাংক ইউ ওসি সাহেব আজ যদি আপনি সময় মতো না আসতেন ... ওসি সাহেবও সুযোগের সদ্ব্যাবহার করে রিপ্লাই দেন, না না এতা আমার কর্তব্য। বাস্তব জীবনের ওসি সাহেবরাও অনেকটা এমন হলেও শেষ সময়েও এসে হাজির হন না। সেখানে যদি না অন্য কোনো হিসাব নিকাশ না থাকে। যা-ই হোক এত কথা যে জন্য আজ একটা ছবি দেখলাম।

ভালো লাগলো। এক ওসির পা মালিশ করে দিচ্ছে এক আসামী। ভীষণ দৃষ্টিনন্দন এই ছবি। একই সাথে শিক্ষণীয়। যে পুলিশ আমাদের সেবায় নিয়জিত থাকার কথা, তার সেবায় এখন আমরা।

হয়তো সেবা দিতে দিতে ক্লান্ত। সরকারের এই বিষয়টি দেখা দরকার। আর যারা খুব একটা থানায় যান না তাদের জন্য এটি একটি জ্ঞানমূলক ছবি। দেখে নেন থানায় কী কাজ হয়? চোখকে বিশ্বাস না করাতে পারলে সমস্যা নেই একাধিকবার দেখুন। আমারও প্রথমে বিশ্বাস হয়নি।

মনে করেছিলাম, বাংলাদেশের থানায় 'সুনা বেল্ট' টাইপের বডি ম্যাসাজ জাতীয় কোনো পন্যের বিজ্ঞাপন নির্মাণ চলছে। উল্লেখ্য, রুপগঞ্জ থানার ওসি, এই মডেল বর্তমানে ষ্ট্যান্ড রিলিজ অবস্থায় আছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।